ঝিনাইদহে দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তি উদযাপন

ঝিনাইদহ অফিস

ঝিনাইদহে উদযাপন করা হলো রূপালী বাংলাদেশ পত্রিকার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। বুধবার বেলা ১১টায় শহরের ফ্যামিলি জোন রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পত্রিকাটির বর্ষপূর্তি উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, শিক্ষক, লেখক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, দৈনিক রূপালী বাংলাদেশের সকল প্রতিনিধি ও পাঠকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বচ্ছ সাংবাদিকতা, সত্য অনুসন্ধান ও পাঠকের আস্থা অর্জনের মধ্য দিয়ে রূপালী বাংলাদেশ ইতোমধ্যে নিজের অবস্থান তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন পত্রিকাটি আরও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে। আলোচনা শেষে কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজক রূপালী বাংলাদেশ এর ঝিনাইদহ প্রতিনিধি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও মানসম্মত সাংবাদিকতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *