জীবননগর অফিস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী পথসভা অব্যাহত রয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদ হাসান খান বাবু। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল ৩ টা থেকে উথলী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেন তিনি।
নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে আমরা স্বাধীনভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এটির জন্য দীর্ঘ ১৭ বছর বিএনপির অসংখ্য নেতাকর্মী, সাধারণ মানুষ ও সবশেষে অনেক ছাত্রজনতার রক্ত দেওয়া লেগেছে। তার বিনিময়ে আমরা পেয়েছি আমাদের ভোটের অধিকার। আগামী বছর ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে আমরা আমাদের ইচ্ছেমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে যে ভোটের অধিকার ফিরে পেয়েছি সেটা রক্ষা করতে হবে। সেটা রক্ষা করতে হবে চিন্তাভাবনা করে সঠিক জায়গায় ভোট প্রদানের মধ্য দিয়ে। আপনারা আপনাদের বিবেকবুদ্ধি দিয়ে যাচাই-বাছাই করে দেখবেন ভোট কাদের দেওয়া প্রয়োজন।
বিজিএমইএর বাবু খান আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছর অত্যাচার নির্যাতন সহ্য করে অন্যায়ের কাছে আপোষ করেন নি। আমাদের ছেড়ে চলে যায় নি। আমাদের নেতা তারেক রহমান দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএনপির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। আপনারা মনে রাখবেন নির্দিষ্ট কোন মার্কায় ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে লাগবে নিজের আমল।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম খাঁন খোকন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাবেক সভাপতি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন জাহিদ, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝন্টু, জীবননগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জিল্লুর রহমান, উথলী ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুসাইন, সদস্যসচিব আরমান আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খান, সাধারণ সম্পাদক রানা আহম্মেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক, কৃষক দলের সভাপতি আমিনুল ইসলামসহ অনেকে। এছাড়াও অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



