স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সভার শুরুতে সকলের সাথে পরিচিত হন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। পরে উন্মুক্ত আলোচনায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের বিষয়ে উপস্থিত কলেজের প্রতিনিধিগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে লটারীর মাধ্যমে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফিকশ্চার করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজা।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন সেক্রেটারি ইসলাম রকিব, বড় সলুয়া নিউ মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাত্তার আব্দুস সাত্তার, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের অধ্যক্ষ আবু নাসির, তেতুল শেখ কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মুতাসিম বিল্লাহ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামীমা সুলতানা, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবু ইয়াজিদ, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক আবুল কালাম আজাদ, জীবননগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জসীমউদ্দীন, সহকারে অধ্যাপক আমিনুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মেন্টু মিয়া প্রমুখ।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১লা ডিসেম্বর সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে ।



