আলমডাঙ্গায় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা যুব ফোরামের আয়োজনে এবং মিশন গ্রীন বাংলাদেশের সহযোগিতায় প্লাস্টিকের বিনিময়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় আলমডাঙ্গা এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুব ফোরাম খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্লাস্টিক সংগ্রহের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং সবুজ পরিবেশ গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয় যুব ফোরাম থেকে।

যুব ফোরামের সভাপতি মোঃ আসাদুজ্জামান লিমন বলেন, মিশন গ্রীন বাংলাদেশের চলমান ‘ভাংড়ি মামা’ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় আমরা আজকের এই বৃক্ষ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের লক্ষ্য-পরিবেশকে প্লাস্টিকমুক্ত ও সবুজে ভরিয়ে তোলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুব ফোরামের চুয়াডাঙ্গা জেলার সাধারণ সম্পাদক মোঃ ঈশান বাবু, সদস্য আব্দুল কাইয়ুমসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *