টিপু সুলতান/রকিবুজ্জমান, কেডিকে
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলা মনোহরপুর ইউনিয়নে ৩ ও ৪ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে গতকাল শনিবার বিকালে মনোহরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পেয়ারাতলাসহ একাধিকস্থানে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষে প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মনোহরপুর ইউনিয়নে ৫ টি স্থানে নির্বাচনী প্রচারণা চালান।
নির্বাচনী প্রচারণা ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা সকলে জানি বর্তমান জীবননগর উপজেলা কৃষরা প্রচুর ফল উৎপাদন করে থাকেন। কৃষকরা যেনো এর ন্যায্য মূল্য পান, সেই জন্য ফুড প্রসেসিং ইউনিট তৈরি করা পরিকল্পনা রয়েছে। সকল ধর্মের মানুষের সাথে মিলে মিসে থাকতে চাই, কোন বিভেদ থাকবে না। অন্তবর্তীকালীন সরকারের অধীনে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক দিন পর এদেশের মানুষ তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে মুল্যবান ভোট প্রয়োগ করতে পারবেন। এ সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে ধর্ম , নারীর ক্ষমতায়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন সহ মোট ৩১ দফা কর্মসূচি দেওয়া হয়েছে। একটি ভোট অনেক মুল্যবান , ভোট জনগণের অধিকার ভোটার তার মুল্যবান ভোটটি ধানের শীষের দেবেন সেই লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফার কথা সর্ব সাধারণকে বুঝাতে হবে। যদি আমরা তা সঠিক ভাবে বুঝাতে পারি তাহলে ভোটাররা ধানের শীষের ভোট দিবেন।
বাবু খান আরো বলেন, প্রতি পক্ষ একটি দল জান্নাতে কথা বলে মা ও বোনদের বিভ্রান্তি করছে কেউ যেন বিভ্রান্তি করতে না পারে সেজন্য পুরুষদের বিশেষ খেয়াল রাখতে হবে । পাশাপাশি এলাকার মা-বোনেদের বাড়ি বাড়ি যেয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’ বিশ্বাস করে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সর্বস্তানে জনগণের উন্নয়ন কল্যাণ হবে।
পথসভায় বক্তারা বলেন বিভিন্ন এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন অযত্নে পড়ে আছে। এ সমস্যা সমাধানসহ জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। গোলাম রাব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জমান , জীবননগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন , মনোহরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম , সহসভাপতি খালেক প্রধান, সাধারণ সম্পাদক যুবদল সদস্য সচিব কামরুজ্জামান , যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাফায়েত হোসেন সুমন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান খোকন, জীবননগর উপজেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন, মনোহরপুর ইউনিয়ন যুবদল শরিফুল ইসলাম, সদস্য সচিব জাহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হায়দার আলী, পলাশ হোসেন, কৃষক দলের সভাপতি লিপ্টন , জহিরুল হক, মহিলা দলে সভাপতি পারুলা খাতুন, জলিমা খাতুন, মৎস্যজীবিদলের সেলিম মিয়া, চয়ন মিয়া, ওলামা দলের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শহিদুল হকসহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোহরপুরে বিএনপির আয়োজনে একাধিকস্থানে অনুষ্ঠিত পথসভায় মাহমুদ হাসান খান বাবু



