হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা সুনামধন্য শিক্ষাপ্রতিষ্টান হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষক মোঃ আজিজুল হক ও আবুল হোসেনকে অবসরজনিত বিদায় সংবর্ঘনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় এই গুণী দুই শিক্ষকের বিদায়ে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ শিক্ষার্থীরা। চোখে জল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে অবসরে যান এই গুণী দুই শিক্ষক। অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম শফি এই দুই গুণী শিক্ষকের
কর্মজীবনের স্মৃতি ও অবদান তুলে ধরেন। ৯ম শ্রণীর ছাত্র রাকিবুল ইসলাম বলেন, স্যারকে আর ক্লাসে পাব না ভাবতেই কষ্ট হচ্ছে। সব কিছু খুব মিস করব। এমন শিক্ষকই আমাদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে আপ্লুত হয়ে পড়েন বিদায়ী শিক্ষক মোঃ আজিজুল হক ও আবুল হোসেন। বিদায়ী শিক্ষক বলেন, আমি দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছি। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনা করানো, বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।
আমি চাই আমার ছাত্ররা যেন ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে। সমাজের জন্য, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। আমাদের হাতে গড়া ছাত্র- ছাত্রীরা বিভিন্ন জায়গায় বড় বড় চাকরীতে কর্মরত আছে। অনুষ্ঠানে
শেষে শিক্ষার্থী ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এই বিদায় অনুষ্ঠানে হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন অত্র বিদালয়ের পরিচলনা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান মাষ্টার। তিনি বলেন,একটি প্রদ্বীপ শিখা জ্বালিয়ে আরো একটা প্রদ্বীপ শিখা জ্বালায় তা হলে এই প্রদ্বীপ শিক্ষা শেষ নাই।আমার স্কুলের দুইজন শিক্ষক মন্ডলী বিদায় নিয়ে চলে গেছে তা নয়, তারা আমাদের মাঝেই বিদ্যামান থাকবে।তাদের অক্লান্ত পরিশ্রম, আপ্রাণ চেষ্টায় এলাকায় হাজার হাজার ছাত্র – ছাত্রী বড় বড় জায়গায় পৌঁছায়েছে এবং বিভিন্ন জায়গায় কর্মরত আছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ জিল্লুর রহমান।এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, মাসুদ রানা,সাজিদুর রহমান,মোঃ বিপুল হোসেন,মাজহারুল ইসলাম এবং
অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দসহ অসংখ্য শিক্ষার্থী। অনুষ্ঠানটি উপস্থাপন ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মোঃ নজরুল ইসলাম।



