জীবননগর শ্রমিকদলের কার্যক্রম ‘স্থগিত’

জীবননগর অফিস

জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের কার্যক্রম আগামী জাতীয় নির্বাচনের পর আলোচনার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে এক চিঠিতে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এম. জেনারেল ইসলাম।

ওই চিঠিতে বলা হয়েছে আপনাদের অবগত করিতেছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের গত ইং ১৫/১১/২০-২৫ তারিখে জীবননগর উপজেলা শ্রমিকদল ও জীবননগর পৌর শ্রমিক দল কমিটি অনুমোদিত সেভেন স্টার কমিটির কার্যক্রম আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর জেলা বিএনপির সভাপতি, মাহমুদ হাসান খান বাবু এবং শ্রমিক দলের কর্মকর্তা খানা ও পৌর বিএনপির অনুমোদনকৃত তালিকার সদস্য পদের সমন্বয়ে আলোচনায়তে কমিটির কার্যক্রম শুরু করার ব্যবস্থা গ্রহণ করা হইবে।

এর আগে ১৫ নভেম্বর জীবননগর উপজেলা ও পৌর শ্রমিক দলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে জীবননগর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনোনীত হন মো. হাবিবুর রহমান হেবা ও সদস্যসচিব মো. রবগুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন- শফি উদ্দিন শফি, নূর ইসলাম, সুমন মিয়া, আব্দুল হাকিম ও সোহানুর রহমান। জীবননগর পৌর শ্রমিক দলের আহবায়ক হিসেবে মনোনীত হন মো. রকিবুল ইসলাম রকিব ও সদস্যসচিব মো. আবু সাঈদ মন্ডল। কমিটির অন্য সদস্যরা হলেন- সামউল হক, রকিবুল হোসেন, লিটন, জালাল উদ্দিন ও জাহাঙ্গীর হোসেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *