স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১৮ বাংলাদেশীকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক ৪টি অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে ৭ জন নারী, ৪ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছে। এছাড়াও আরো দুটি অভিযানে মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৫৮-বিজিবি জানায়, গতকাল সোমবার সকাল ৮টার দিকে জীবননগর উপজেলার উথলী বিওপি’র মেইন পিলার-৬৯/এম এর নিকট ধোপাখালী মাঠপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন ভোর ৫ টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬০/৫২-আর এর নিকট কুমিল্লাপাড়া গ্রামে মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

অপরদিকে রবিবার রাত ৮টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর কাছে খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ আব্দুল কাদের এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টকালে ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে জীবননগর উপজেলার বেনিপুর বিওপি’র সীমান্ত পিলার-৬২/৭-এস এর নিকট নবদুর্গাপুর গ্রামে নায়েক মোঃ পনির হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ রেবতী মোহন সরকার, মাদারীপুর জেলার বাসিন্দা।
এদিকে গতকাল সকাল ৯টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০৫-আর এর নিকট খোশালপুর গ্রামে নায়েক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু। আটক পুরুষ নয়ন রায় যশোর জেলা বাসিন্দা ও বাবলু শেখ নড়াইল জেলার বাসিন্দা। একই দিন বেলা ৩টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৩-আর এর কাছে বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার মোঃ সাইফুর ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে ৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু। আটক পুরুষ হরিধিন (৩৭), কক্সবাজার জেলার বাসিন্দা।



