জীবননগর অফিস
জীবননগরে মদ খেয়ে মাতলামি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার কারনে ইলিয়াস হোসেন(৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার ডাঙ্গাপাড়ার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত ইলিয়াস জীবননগর থানা এলাকায় গোপালনগর গ্রামের মৃত দাউদ মন্ডলের ছেলে।
জীবননগর থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে আসামী ইসমাইল হোসেন ডাঙ্গাপাড়ার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার ওপরে অ্যালকোহল জাতীয় মাদক দ্রব্য সেবন করে নেশা গ্রস্থ অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করে আসছিলো। এমন খবর পেয়ে এসআই খুরশিদ আলম সহ সঙ্গীয় ফোর্স উক্ত স্থানে উপস্থিত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় ইসমাইল কে ধরতে সক্ষম হই।এসময় তার নাম ঠিকানা জানতে চাইলে সে মাতাল অবস্থায় বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে।পরে আসামী কে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সে মাদকদ্রব্য সেবন করেছে বলে কর্তব্যরত চিকিৎসক মতামত প্রদান করেন। আটককৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা এজাহার দায়ের করা হয়েছে।



