স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে হতে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করা হয়েছে। গত শনিবার বিজিবি তাদেরকে আটক করে। এছাড়াও আরো ২টি অভিযান চালিয়ে যৌন উত্তেজন ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করেছে। ৫৮-বিজিবির সহকারী পরিচালক এক প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানান।
জানা গেছে, গতকাল রবিবার বেলা ১টার দিকে মাধবখালী বিওপি’র মেইন পিলার-৭১/এম এর নিকট মোল্লা বাড়ির মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত সাড়ে ১২টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৫৯/৫-এস এর কাছে রায়পুর গ্রামে হাবিলদার কাজী আবেদ আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৮৮ পিচ যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা উদ্ধার করা হয়।
এদিকে গত শনিবার রাত ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে সুবেদার মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।



