দর্শনায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৪ ফার্মেসীকে জরিমানা

স্টাফ রিপোর্টার

দর্শনায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৪ ফার্মেসীকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার বিকালে চুয়াডাঙ্গা ঔষধ প্রশাসন দর্শনা রেলবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

                  ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল রবিবার বেলা ৪ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত দর্শনায় অভিযান চালানো হয়। এ সময় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রয় ও সংরক্ষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে আল-আমিন ফার্মেসী ৯ হাজার টাকা, সততা ফার্মেসীকে ৫ হাজার টাকা, ইউনাইটেড মেডিকেল স্টোরকে ৮ হাজার টাকা ও মঞ্জু ফার্মেসীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে ৪ ফার্মেসীকে ২৬ হাজার জরিমানা করা হয়। এ সময় আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *