স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৫ গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়সহ মোট তিনটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়।
তবে প্রথম শ্রেণির প্রশ্নপত্রে ত্রুটির কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রশ্নপত্রে ২, ৭, ১৫, ১৬ ও ২৬ নম্বর প্রশ্নের পাশে ‘মার্ক’ লেখা থাকলেও কতটি প্রশ্নের উত্তর দিতে হবে-এ তথ্য উল্লেখ না থাকায় অনেক শিক্ষার্থী ৩টির জায়গায় ৬টি প্রশ্নের উত্তর লিখেছে। এতে অতিরিক্ত প্রশ্ন উত্তরে সময় ব্যয় হওয়ায় অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে সব প্রশ্ন শেষ করতে পারেনি। অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে নির্ধারিত সময়ে সব প্রশ্ন শেষ করতে না পারায় শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দেয়।
অভিভাবক নাছিমা খাতুন জানান, এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রশ্নপত্রে এমন ভুল খুবই হতাশাজনক। শিশুরা তো নির্দেশনা বুঝে প্রশ্ন বাছাই করতে পারে না। এটা নিয়ে বাচ্চারা মানসিক চাপের মুখে পড়ে। পরীক্ষা শুরু হওয়ার আগে প্রশ্নপত্র যাচাই করলে এ ধরনের সমস্যা হতো না। কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত।
আরেক অভিভাবক বলেন- আমার ছেলে খুব মনোযোগী। কিন্তু প্রশ্নপত্রে ভুল নির্দেশনার কারণে সব লিখে পারেনি। এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা উচিত
একজন অভিভাবক সরাসরি বলেন- যেসব বাচ্চা প্রশ্ন বেশি করেছে, তাদের যদি যথাযথ বিবেচনায় নেওয়া হয়-তাহলেই আমরা স্বস্তি পাবো।
চুয়াডাঙ্গা ভিজে সরকারি বিদ্যালয় কেন্দ্রের সুপার ও আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শামীম রেজা বলেন, প্রশ্নপত্রে ত্রুটি ছিল-এটা আমরা জেনেছি। বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হবে। যে শিক্ষার্থীরা ত্রুটির কারণে বাড়তি উত্তর লিখে সময়মতো শেষ করতে পারেনি, তাদের ব্যাপারে অবশ্যই বিবেচনা করা হবে।
পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায়- অভিভাবকদের উপস্থিতি, শিক্ষার্থীদের উৎসাহ আর সার্বিক শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে ভিড় জমায়। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা জোরদার করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সার্বক্ষণিক তদারকিতে ছিলেন।
কেন্দ্র সুপার শামীম রেজা আরও বলেন, মেধা যাচাই ও শিক্ষার মান নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষা আয়োজিত হয়েছে। পরীক্ষা স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে নেওয়ার জন্য সব প্রস্তুতিই ছিল। পরীক্ষা ফল খুব দ্রুতই বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নির্দেশনা অনুযায়ী প্রকাশ করা হবে।
প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম জানান, প্রশ্ন পত্রের ত্রুটির বিষয়ে কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তিনারা সমাধানের আশ^াস দিয়েছেন।
জেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩টি কেন্দ্রে মোট ১,৩৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। চুয়াডাঙ্গা ভিজে সরকারি বিদ্যালয় কেন্দ্রে ৫৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩১ জন। এছাড়া আলমডাঙ্গার আসমানখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৮ জন এবং দামুড়হুদা পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।



