দর্শনা অফিস
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে জামায়াতে ইসলামী থেকে ২০ জন নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু নিজ হাতে ফুলের মালা পরিয়ে নবাগতদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আন্দুলবাড়ীয়ায় মাহমুদ হাসান খান বাবুর নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় এই যোগদানের আনুষ্ঠানিকতা।
যোগদানকারীদের মধ্যে ছিলেন দর্শনা পৌরসভার ৭নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আব্দুল হামিদ, পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুব জামায়াতের সভাপতি মাওলানা নাজমুল হাসান বিপ্লবী, এছাড়াও দর্শনা থানা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত ও যুব জামায়াতের আরও বেশ কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, দর্শনা বিএনপির সমন্বয় কমিটির সদস্য আলহাজ্ব মশিউর রহমান, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
নতুন যোগদানকারীদের উদ্দেশে মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা বিশ্বাস করি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নবযোগদানকারীরা দেশপ্রেম নিয়ে কাজ করবেন। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে গণতান্ত্রিক অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র শক্তি হলো বিএনপি।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার প্রচার সেক্রেটারি মো: আমিনুল ইসলাম জানান, জামায়াতের কর্মী বিএনপিতে যোগদান সংক্রান্ত সংবাদটি ভিত্তিহীন। মো: আব্দুল হামিদ ৫ আগস্টের পর জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি ২০২৫ সালে তিন মাসের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার ৭ নং ওয়ার্ডের সভাপতি ছিলেন কিন্তু সংগঠনের শৃংখলার সাথে খাপ খাওয়াতে না পারার কারণে ৭ শে অক্টোবর ২০২৫ সালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব ও সংগঠন থেকে অব্যাহতি নেন। তখন থেকে জামায়াতে ইসলামী দর্শনা পৌর সংগঠনের সাথে আব্দুল হামিদের কোন সম্পর্ক নেই। আমরা এই ধরনের মিথ্যা সংবাদের তিব্র নিন্দা জানাচ্ছি।


