রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত ইসলামী প্রি ক্যাডেট বেবি টিচিং সেন্টারে আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার সময় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আব্দুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালক মাওলানা আব্দুর রশিদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের কার্পাসডাঙ্গা শাখার ম্যানেজার শরিফুল ইসলাম, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার কার্পাসডাঙ্গা প্রতিনিধি আব্দুর রাজ্জাক (রাজু), সাংবাদিক রবিউল ইসলাম, অত্র স্কুলের শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আবু বক্কর।
বিশেষ এ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের পরিচালক মাওলানা আব্দুর রশিদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে যেমন অধ্যবসায় দরকার, তেমনি আল্লাহর রহমতও প্রয়োজন। তাই আমরা সকলে মিলে তাদের মঙ্গল ও সফলতার জন্য দোয়া করেছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন জানান, প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের সুশৃঙ্খল প্রস্তুতি নেওয়া হয়েছে। এবছর আমার স্কুল থেকে ৬২ জন পরিক্ষায় অংশগ্রহণ করছে। তিনি সবার নিকট শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বাড়াতে সংক্ষিপ্ত আলোচনা ও পরামর্শমূলক বক্তব্যও প্রদান করা হয়।



