স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া ও পারকুলা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, কিছু পলাতক রাজনৈতিক গোষ্ঠী বিদেশে বসে আবারো আগুন দিয়ে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করার চক্রান্ত করছে। কিন্তু দেশের মানুষ এখন অনেক সচেতন তারা আর কোনো ধ্বংসাত্মক রাজনীতিকে সমর্থন করবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধরনের ষড়যন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকতে হবে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে সকল ধরনের সমস্যা ও সংকট স্থায়ীভাবে দূর করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, মানবসম্পদ ও মানবাধিকার সম্পাদক শফিউজ্জামান মিঠু, কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক আজিজুল মিয়া, কর্ম পরিষদ সদস্য মিনারুল হক, মিডিয়া সম্পাদক সুরুজ আহমেদ, এবং ৪ নম্বর ওয়ার্ড সভাপতি রুজন আহমেদ প্রমুখ। পরিশেষে প্রধান অতিথি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সমাজে ইনসাফ কায়েমের আহ্বান জানান।



