ভাংবাড়ীয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সময় ভাংবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওলামা দল আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসেন।

এ-সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শুধু একটি সংগঠন নয়, এটি ইসলাম, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রভাগে থাকা একটি শক্তি। এই দলের প্রতিটি সদস্যের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমাদের প্রিয় নেতা, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ভাই আমাদের অহংকার, আমাদের আশার আলো। আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে তাঁকে এমপি বানিয়ে সংসদে পাঠাতে হবে। ওলামা দলের নেতৃবৃন্দকে সমাজের মানুষকে ঐক্যবদ্ধ থেকে ইসলামী মূল্যবোধে দেশকে আলোকিত করতে হবে। ধর্মীয় নেতাদেরই জনগণকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার দায়িত্ব নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত শাফী, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আতাউল হুদা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ভাংবাড়ীয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আবু হুরায়রা, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন হোসেন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ কলম,  সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজা হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু মুসা, এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া  ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, স্থানীয় ওলামা সমাজ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু।

নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ভাংবাড়ীয়া ইউনিয়ন ওলামা দলের নবগঠিত কমিটির সভাপতি সবোদ আলী, সাধারণ সম্পাদক আবু নছর, সহ-সভাপতি মজিবুল ইসলাম, সহ-সভাপতি আলিম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *