পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়ার মাঠ থেকে কৃষকের শ্যালোমেশিন ও টিউবওয়েলের মাথা চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিনগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের তেতুল তলার মাঠ থেকে শ্যালোমেশিনের পাম্পসহ একটি টিউবওয়েলের মাথা চোরেরা চুরি করে নিয়ে যায়। সেচযন্ত্র চুরি হয়ে যাওয়াই এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।


