স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌরসভার ‘‘স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের’’ আওতায় ১৭ কোটি টাকা ব্যয়ে রাস্তা-ড্রেন নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক জহিরুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট জবংরষরবহঃ টৎনধহ ধহফ ঞবৎৎরঃড়ৎরধষ উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ (জটঞউচ) তথা ‘‘স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের’’ অর্থায়নে ১৭ কোটি ২ লাখ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজার শহীদ হাসান চত্বর ফেরীঘাট রোড হতে ইসলাম পাড়া বটতলা হয়ে হাজরাহাটি নতুন ব্রিজ পর্যন্ত ৬.৫৮ কিলোমিটার মিটার রাস্তা উন্নয়ন করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় ৩.৪৫ কিলোমিটার ড্রেন নির্মাণ ও ১৪৭টি সড়ক বাতি পোল স্থাপন করা হবে।
উদ্বোধনী অনষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক শারমিন আক্তার, নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম মনি, মুন্সি আলাউদ্দিন আহম্মেদ, বিএনপি মোঃ মুক্তার আলী, মোঃ কুদ্দুস মহলদার, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান কাওছার, সমাজ উন্নয়ণ কর্মকর্তা কে এম আব্দুন সবুর খান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিছুজ্জামান, আরইউটিডিপি প্রকল্পের সহকারী মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার মোহাঃ মাহফুজুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোহাঃ নাঈম জাহাঙ্গীর, কার্যসহকারী মোহাঃ আব্দুল রাকিব, সোহেল রানা, ঠিকাদারী প্রতিষ্ঠান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা লিমিটেড, প্রো: রাজনরো লাল ত্রিপুরা, ঠিকাদারের স্থানীয় প্রতিনিধি মোঃ আবু জাফর মন্টু, মোঃ রাফাতুল্লা মহলদার, জামসেদুজ্জামান তুহিন, লাবিব, মোঃ মুজাব মিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি।
জেলা প্রশাসক উপস্থিত প্রকল্পে সংশ্লিষ্ট সকলকে কাজের গুণগত মান বজায় রেখে বাস্তবায়ন ও এলাকাবাসীকে নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগীতার করার জন্য আহবান জানান। উদ্বোধন শেষে প্রকল্পের সাফল্য কামনা করে মহান আল্লাহ দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পৌরসভা জামে মসজিদের খতিব মুফতি মোঃ হোসাইন আহমাদ। প্রকল্পটি বাস্তবায়িত হলে অত্র এলাকার জলাবদ্ধতা দূরিভূত, জনসাধারণের চলাচলের সুবিধা সহ জীবন যাত্রার মান উন্নয়ন হবে।



