দর্শনা কেরু কোম্পানী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্রুত নির্বাচন দাবীতে বিক্ষোভ সমাবেশ

রয়েল হোসেন, দর্শনা

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্রুত নির্বাচনের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করে। এতে শতাধিক শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে তারা ‘নির্বাচন চাই দিতে হবে’ স্লোগান দেন এবং আদালতের রায় ও শ্রম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করার দাবী জানান। শ্রমিক-কর্মচারীরা দ্রুত শ্রমিক প্রতিনিধি নির্বাচনের পুনঃতফসিল ঘোষণার দাবি জানান।

শ্রমিক নেতা তৈয়ব আলী বলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় অনুসারে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা মান্য করে নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। কিন্তু দীর্ঘদিন ধরে তফসিল ঘোষণা না হওয়ায় শ্রমিকদের প্রতিনিধিত্ব ব্যাহত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশ ও মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের পুনঃতফসিল অবিলম্বে ঘোষণা করতে হবে। শ্রমিকরা হুঁশিয়ারি দেন, দ্রুত পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি তৈয়ব আলী, ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল ইসলাম, সহ সভাপতি মফিজুল ইসলাম, সাবেক  যুগ্মসাধারণ সম্পাদক খবির উদ্দিনসহ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *