মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএনআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। প্রশিক্ষনে কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইন, সাহারবাটি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আসমা খাতুন, ধানখোলা ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্টু, রাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলামসহ সকল ইউনিয়নের চেয়ারম্যান, সচিবগণ অংশগ্রহণ করেন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি উপজেলা সমন্বয়কারী বাবুল আক্তার ও আলমগীর কবির। তারা গ্রাম আদালতের কার্যক্রম, পরিচালনা পদ্ধতি ও এর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করবে এবং সাধারণ মানুষকে গ্রাম আদালতের সেবা আরও সহজে প্রদান করতে সক্ষম হবে। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম দৃশ্যমান করতে হবে, ব্যানার ও সাইনবোর্ড স্থাপন করতে হবে এবং মাসিক ভিত্তিতে আদালতের তথ্য হালনাগাদ রাখতে হবে।
তিনি আরও বলেন, সরকার গ্রাম আদালতকে ব্যাপক ক্ষমতা প্রদান করেছে। এর সঠিক প্রয়োগের মাধ্যমে গ্রামীণ বিরোধ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। গ্রাম আদালতে মানুষ হয়রানির শিকার হয় না, বরং এখান থেকে সুসম্পর্ক ও শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে ওঠে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।



