স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে-২০২৬ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। মঙ্গলবার নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনে সভাপতি পদে বর্তমান বারের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও মারুফ সরোয়ার বাবু, সাধারণ সম্পাদক পদে বারের বর্তমান সাধারণ সম্পাদক আহসান আলী, আনছার আলী, মইন উদ্দীন মইনুল, মোসলেম উদ্দিন (২) ও অহিদুল আলম মানি খন্দকার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহ-সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন, আব্দুল্লাহ আল মামুন, সিরাজুল ইসলাম ও একলাছুর রহমান কাজল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন । সহ-সম্পাদক পদে আফরোজা আক্তার ও মশিউর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সদস্য পদে মো. আক্তারুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফোরামের পক্ষে আ.স.ম আব্দুর রউফ ১৫টি ফরম এবং ল’ইয়ার্স কাউন্সিলের পক্ষে হাসিবুল ইসলাম ২০ টি ফরম উত্তোলন করেছেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২০৪ জন। ঘোষিত তফশিল অনুযায়ী ১২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করা হবে। ১৩ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৬ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৯ নভেম্বর শনিবার সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্তভাবে বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন উপ-পরিষদের আহবায়ক হিসেবে এ্যাড. আলহাজ¦ শহিদুল হক দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির দু’জন সদস্য হলেন, এ্যাড. হানিফ উদ্দীন ও এ্যাড. ছরোয়ার হোসেন।



