শেরপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে হামলার প্রতিবাদে জীবননগর কৃষি অফিসে কর্মবিরতি

জীবননগর অফিস

শেরপুরের নকলা উপজেলায় কৃষি কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে জীবননগর কৃষি অফিসে কলম বিরতি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি পালন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, আপনারা জানেন গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় আমাদের এক সহকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমরা আজ এই কর্মবিরতি পালন করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. পাভেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার বকুল হোসেনসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও সকল কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন তারা।

                উল্লেখ্য যে, গত ৪ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিনের অফিস ঢুকে তার ওপর হামলার অভিযোগ উঠে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম ও তার সহযোগী ফজলুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *