মেহেরপুর অফিস
গাংনীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উন্নয়নমূলক কাজ সম্পাদনের লক্ষ্যে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ করা হয়েছে। সেই সাথে দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মী সৃজনের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে পরিচালিত উপজেলা পর্যায়ে সাত দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক ট্রেডের পোশাক তৈরি হস্তশিল্প প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ও উপজেলার ২০ টি সরকারী অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ করেন।
এ সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পোশাক ও হস্তশিল্প প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
গাংনী সরকারি অফিসে অগ্নি নির্বাপক সরবরাহ



