তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে ৪০০ বস্তা অবৈধ ইউরিয়া সার জব্দ করেছে কৃষি বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সার ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের গোষ্ঠবিহার গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন তিতুদহ ক্যাম্পের সঙ্গীয় ফোর্স।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত পরশু শনিবার গভীর রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোস্টবিহার গ্রামের সার ব্যবসায়ী শামীম রেজার গুদামে নেওয়ার জন্য একটি ট্রাকভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার পরিবহন করা হচ্ছিল। পথে ট্রাকটি ভুল রাস্তায় গিয়ে খাদে পড়ে আটকে যায়। এ সময় এলাকাবাসীর সহায়তায় কাগজপত্রবিহীন ওই সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ। পরে গতকলি রবিবার দুপুরে কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সারবোঝাই ট্রাকটি আটক করি। পরে মালিকপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় সারগুলো জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় আজ (গতাকল রবিবার) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই সার ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’



