হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা নেহালপুর গ্রাম থেকে গভীর রাতে পাখিভ্যান চুরি হয়ে গেছে। উপার্জের এক মাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী আব্দল মালেক। গত শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মালেক চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের আব্দুল শুকুরের ছেলে। নেহালপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুল মালেক বলেন, প্রতিদিনের ন্যায় রাত ৮টার দিকে নিজ বাড়িতে ভ্যান চার্জে রেখে তালা মেরে রাখি। রাতে ঘুমানোর আগেও ভ্যান দেখে ঘুমাতে যান। রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে দেখতে পাই যেখানে চার্জ দেওয়া ছিলো সেখানে ভ্যান নেই। তখন থেকেই গ্রাম ও আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজি করলেও ভ্যানের কোনো সন্ধান পাইনি।উপার্জনের এক মাত্র সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভ্যান চালক আব্দুল মালেক।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে বাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গা থেকে পাখি ভ্যান, ইজিবাইক, সাইকেল ও মোটরসাইকেলসহ নানা ধরনের মালামাল চুরি হচ্ছে, যা এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


