হাসাদাহে দোকান ঘর আগুনে পুড়ে ছাই

জীবননগর অফিস

জীবননগর উপজেলার হাসাদহ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে গেছে। গত শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীর আনুমানিক ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, হাসাদাহ বকুন্ডিয়া গ্রামের বিনয় চন্দ্র মন্ডল এর পুত্র চঞ্চল মন্ডল (৩২) দীর্ঘদিন যাবত হাসদাহ বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে ঝাড়ু, ঝাঁটা, টোপরসহ সাংসারিক বিভিন্ন আসবাবপত্র বিক্রি করেন।

শনিবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বাড়িতে যাওয়ার আধা ঘন্টা পর বাজারের লোকজন তার দোকানে আকস্মিক আগুন জ্বলতে দেখে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে জীবননগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্ত দোকানদার চঞ্চল মন্ডল হতাশা ব্যক্ত করে বলেন, ‘তিল তিল করে গড়া জীবনের সম্বল দোকান ঘরটি পুড়ে জয় আমি এখন নিঃস্ব হয়ে গেছি।’সংসারের সকল আসবাবপত্রের দোকান ছিল আমার। আর এই আগুনে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।

জীবননগর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে তারা  জানান, আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। তবে সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয়ে আরও তদন্ত চলছে। এই আকস্মিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *