মেহেরপুরে বাসের ধাক্কায় কৃষক নিহত

মেহেরপুর অফিস

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বিআরটিসি বাসের ধাক্কায় শমিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে। গতকাল রবিবার সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী বিআরটিসি বাসটি ব্র্যাক অফিসের কাছে পৌঁছুলে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক মেহেরপুর শহরের ক্যাশবপাড়ার খাদিমুল ইসলামের ছেলে। 

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, সকালে কৃষি কাজের উদ্দেশ্যে ব্র্যাক অফিসের কাছে রাস্তা পারাপারের চেষ্টা করছিলেন শমিকুল। এ সময় দ্রুতগামী বিআরটিসি বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *