চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের সদস্য আবুল হাসেম। চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদেও সদস্য সচিব আব্দুল হান্নানের সঞ্চলনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা দোকান মালিক সমিতি আহবায়ক মনজুরুল আলম মালিক লার্জ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, ব্যবসায়ী নেতা শাহাবুদ্দিন, রইস উদ্দিন, জিন্নাত আলী, ফকির মোহাম্মদ আতাউর রহমান, চাঁদ আলীসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের ব্যবসায়ীরা।
বক্তারা বলেন, মার্কেটের অবকাঠামো উন্নয়নসহ বাণিজ্যিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধা সুপার মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নয়ন, নিরাপত্তা, ব্যবসায়ীক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের মতামত গ্রহণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার এবং অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন ব্যবসায়ীরা। তারা বলেন, জরাজীর্ণ এ ভবনটি অবকাঠামোর উন্নয়ন করতে হবে। তা না হলে এখানে ব্যবসা করা খুবই কঠিন।
বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন বলেন, মার্কেটের ৫০টি দোকান ২৬ জন ব্যবসায়ী পরিচালনা করছেন। দীর্ঘদিন ধরে দোকানের ডিড থাকলেও নবায়ন করা হচ্ছে না। ৩০/৩৫ বছর পূর্বে যে ভাড়া নির্ধারন করা ছিলো সেটাই রয়েছে। এতে করে একটা অচলাবস্তা তৈরী হচ্ছে। এর থেকে পরিত্রান পেতে হলে আমাদের দুই পক্ষের মধ্যে বসতে হবে। তাহলে সব কিছুর সমাধান হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *