দামুড়হুদায় ছাত্র-ছাত্রীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

দামুড়হুদা অফিস

দামুড়হুদায় তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় (অনুর্ধ্ব- ১৫) ছাত্র- ছাত্রীদের সাঁতার প্রতিযাগিতা অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দামুড়হুদায় উপজেলা সদরের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা ক ও খ গ্রুফ মিলে চিত সাঁতার, মুক্ত সাঁতার, বুক সাঁতার ও প্রজাপতি সাঁতার এই চার ক্যাটাগরীতে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ইকবাল হোসেন।

সাঁতার প্রশিক্ষক আশরাফুল আলমের সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য শেখ হাতেম শারীরিক শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান, আব্দুল খালেক, সিদ্দিকুর রহমানসহ অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রী।

প্রতিযোগিতা শেষে তিনটি ক্যাটাগরীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন কারী ৯ জনকে পুরস্কৃত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *