চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে সারের মূল্য বেশি নেয়াসহ একাধিক অভিযোগে দুই দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা শহরের নতুন বাজার ও সরোজগঞ্জ এলাকায় ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে। এত সারের মূল্য বেশি ও গ্যাসের লাইসেন্স না থাকায় দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

                জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন বাজার ও সরোজগঞ্জ এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত অভিযানে নিত্য প্রয়োজনীয় জ্বালানী গ্যাস, সার, কীটনাশক, নিত্র প্রয়োজনীয় পণ্য  প্রভৃতি তদারকি করা হয়।

এ সময় যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স না থাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় মো: মনিবুল ইসলামের গ্যাসের দোকান মেসার্স আবরার গ্যাস সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স ব্যতিত ও বেশি দামে সার বিক্রয় করায় নাজমুল হাসানের প্রতিষ্ঠান মেসার্স গোলাম ট্রেডার্স এন্ড সন্সকে  ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই দোকানীকে সর্বমোট ২০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স গ্রহণপূর্বক ব্যবসা পরিচালনার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও পুলিশের একটা টীম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *