ঝিনাইদহে ইউএনও’র অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

‎ঝিনাইদহ অফিস
‎ঝিনাইদহে হরিণাকুণ্ডুর ইউএনও’র পদায়ন, প্রশাসনিক ও সরকারি কর্মকর্তাদের দূর্নীতি এবং অনিয়মের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় ঝিনাইদহের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’র নেতা কর্মীরা।
‎ এ সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক আবু হুরায়রা, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি এইচ এম নাঈম মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সদস্য সচিব মোহাম্মদ সাইদুর রহমান, শিবিরের শহর শাখার সাধারণ সম্পাদক শাহারিয়ার আহমেদ সহ অন্যান্যরা।
‎ মানববন্ধনে বক্তারা বলেন, হরিণাকুণ্ডুর ইউএনও একজন আওয়ামী দোষর ও একজন দূর্নীতিবাজ কর্মকর্তা। আমরা এই ইউএনও কে সেখানে বসতে দিবো না। অনতি বিলম্বে তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
এছাড়াও তারা আরো বলেন, জেলায় যে সকল সরকারি অফিসে দূর্নীতিবাজ কর্মকর্তারা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে কে বিচারের মুখোমুখি করুন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলীপি পেশ করেন আন্দোলনকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *