জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ ও নাক-কান ছেদন ক্যাম্প

চট্টগ্রাম প্রতিনিধি
২রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের উদ্যোগে ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় উত্তর কাট্রলী হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও নাক-কান ছেদন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ১৪০ জন শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় এবং ৭৫ জন ছাত্রীর নাক-কান ছেদন সম্পন্ন হয়। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা এ কার্যক্রমে মোট ২১৫ জন সেবা গ্রহণ করেন।

অভিভাবক ও শিক্ষার্থীদের সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ এমন সেবামূলক উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও আয়োজনের অনুরোধ জানায়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল মোস্তফা, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, আইসিটি মিডিয়া প্রধান ইমতিয়াজ হোসেন রাফি ও অন্যান্য সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *