জীবননগর অফিস
জীবননগরে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। অভিযুক্ত যুবক সবুজ হোসেন(২৭) উপজেলার নারায়ণপুর গ্রামের সবিল হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকালে জীবননগর উপজেলার নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য গাঁজা সেবন ও বিক্রি করার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সবুজ হোসেন নামের এক যুবকের ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত আসামীকে জীবননগর থানা হাজতে রাখা হয়েছে।



