স্টাফ রিপোর্টার
তৃণমূলকে সুসংগঠিত করার অংশ হিসেবে গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন এক নজিরবিহীন জনসমাবেশে পরিণত হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত এই সম্মেলনে ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মোছা: রাশেদা বেগম এর সভাপতিত্বে প্রায় এক হাজার নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়, যা চুয়াডাঙ্গায় নারী রাজনীতির এক নতুন দিগন্ত উন্মোচন করল।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ। তিনি তাঁর বক্তব্যে নারী নেতৃত্বের প্রতি তারেক রহমানের আস্থাকে কেন্দ্র করে বক্তব্য দেন এবং ডাউকি মহিলা দলের এই সমাবেশকে ‘সাংগঠনিক বিপ্লব’ বলে আখ্যা দেন।
শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একটি কথাই বারবার বলেছেন—নারীদের ছাড়া এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। রাজনীতি শুধু পুরুষের জন্য নয়, সংগ্রাম এবং নেতৃত্বে নারীদের প্রথম সারিতে চাই। আপনাদের এই ডাউকির সম্মেলন প্রমাণ করলো—চুয়াডাঙ্গা মহিলা দল আমার নির্দেশনায় সফলভাবে নারী নেতৃত্ব তৈরি করছে এবং তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি বিশ্বাস করে, নারীর সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা ক্ষমতায় গেলে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা বাস্তবায়ন করব, যেখানে নারী উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের জন্য এমন সুযোগ তৈরি হবে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে শীর্ষে নিয়ে যাবে। আপনারা আর ভয় পাবেন না। আপনারা এই দেশের গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আমি ডাউকির এই এক হাজার নারীকে আহ্বান জানাই-আপনারা ধানের শীষের বিজয়ের জন্য আপনাদের ঘরের মা-বোনদের জাগিয়ে তুলুন। আপনাদের ঐক্যই আমাদের আগামী দিনের পথ দেখাবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহানারা পারভীন, সাংগঠনিক সম্পাদক নাসরীন পারভীন।
আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বন্নীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী আলম বাবু, ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দার হোসেন, সাধারণ সম্পাদক সালাম সিরাজী, যুগ্ম সম্পাদক সাইদুল আলম গুড্ডু, আইলহাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ঝন্টু মালিতা, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালনসহ ইউনিয়ন মহিলা দলসহ বিএনপি এবং অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সম্মেলন শেষে সকলের মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন, তাঁরা হলেন: সভাপতি মোছা: রাশেদা খাতুন, সিনিয়র সহ-সভাপতি মোছা: শেফালী খাতুন, সহ-সভাপতি সাহিদা খাতুন, সাধারণ সম্পাদক মোছা: ছালেহা খাতুন, যুগ্ম সম্পাদক শিল্পী খাতুন, এবং সাংগঠনিক সম্পাদক মোছা: জাহানারা খাতুন।



