আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা পাঠের আসর কবিতা কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আলমডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম সদস্য কবি সিদ্দিকুর রহমানের অফিস ঘরে সাহিত্য পাঠের আসর বসে। এতে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাংগাঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি।
প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট কথাসাহিত্যিক ওমর আলী মাষ্টার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম। কবি সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সাহিত্য পরিষদের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম, গাঙচিল সাহিত্য সংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, সহকারি অধ্যাপক মিজানুর রহমান,সাহিত্য প্রেমী কিবরিয়া মিয়া,আব্দুল আজিজ, আসাদুল হক, সিদ্দিক আলী প্রমুখ।
সভায় মাসের সেরা কবি হিসেবে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার কে সাহিত্যে সম্মাননা প্রদান করা হয়েছে।


