চুয়াডাঙ্গায় ধানের শীষের গণসংযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের নিউ মার্কেট, আব্দুল্লাহ সিটিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এসময় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী। এর আগে তিনি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন।

এসময় তিনি দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে বিএনপি নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করবে, আর তারা বিরোধী দলে যাবে। তাই তারা মনে করছে বিরোধীদল না হয়ে তারা সরকার গঠন করবে, না হলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না। যারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাচ্ছে তারা নির্বাচন বানচাল বা ঠেকানোর কৌশল অবলম্বন করছে। তারা এক ধরনের প্রচার নিয়ে আসছে, যার মধ্যে অন্যতম হলো পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। যা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের কাছে অবগত নয়। তিনি মনে করেন, এই পদ্ধতি ভালো হলে তা রাজনৈতিক সরকারের মাধ্যমে আসতে হবে, কিন্তু তারা শুনতে রাজি নন। তারা আবার গণভোট দাবি করছেন, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো প্রয়োজনই নেই। জাতীয় সংসদ নির্বাচন ব্যতীত সংবিধান সংস্কার বা নতুন আইন করা ঠিক হবে না। এটি তারা বুঝতে চাচ্ছেন না, বিএনপি ছাড় দিয়ে বলছে, যদি গণভোট করতে হয় তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি ব্যালট হতে পারে। এর মাধ্যমে মীমাংসা সম্ভব, তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদগ্রীব, জনগণ নতুন ব্যবস্থাপনায় যেতে চায়।  তিনি বিশ্বাস করেন, যত দ্রুত নির্বাচনে যাওয়া যাবে, তত দ্রুত গণতন্ত্র ফিরে আসবে। নির্বাচিত সরকার যেভাবে সংকট মোকাবেলা করতে পারে এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে পারে, অন্য কোনো সরকার তা পারে না। তাই স্বাধীনতা ও সকল কিছু পরিচালনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

গণসংযোগ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি  শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউপির সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, বিএনপি নেতা বোরহান উদ্দিন,  কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আবু জাফর,  জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মল্লিক, সহ-সাধারণ সম্পাদক পিনু মুন্সী, অপূর্ব সাহা, সাবেক যুবদল নেতা ফারুক মল্লিক, রমজান, সদস্য রকি, যুবদল নেতা আজাদুর রহমান আজাদ, মামুন মল্লিক, ওয়াজিউর রহমান মানিক, শ্রমিক নেতা জয়নাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুজ্জামান মকলেচ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব মুক্তি, সাধারণ সম্পাদক এমএ তালহা,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ শাহবাজ সুজন, সহ-সভাপতি খায়রুজ্জামান প্রীতম, সহ-সভাপতি সোহেল রানা, সদর থানা ছাত্রদলের আহবায়ক আনিচুর রহমান আনিচ, যুগ্ম আহবায়ক আল বেলাল, সদস্য আমান উল্লা আমান, আল মিজান শুভ, খালেকউজ্জামান বাঁধন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা হামিদ ও আশিকুর রহমান আশিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইকবাল, যুগ্ম আহবায়ক রুবেল জোয়ার্দ্দার, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের  সিনিয়র সভাপতি আরিফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক বাহাউদ্দিন, যুবদল নেতা সুজন মন্ডল, হায়দার আলী, সোহানুর রহমান সোহানসহ প্রমূখ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *