আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন শাখার আয়োজনে যোগদানকারী সদস্যদের গণ শিক্ষা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গণ শিক্ষা সভা অনুষ্ঠিত হয়
বেলগাছি ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন বিভাগের পরিচালক ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু।
গণ শিক্ষা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আইন-আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা আমীর ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
সভায় বক্তারা সদস্যদের ইসলামী আদর্শে পরিচালিত জীবন গঠনের আহ্বান জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্ব আরোপ করেন।
আলমডাঙ্গার বেলগাছিতে জামায়াতের গণ শিক্ষা সভা অনুষ্ঠিত



