দর্শনা অফিস
রাজস্ব বাজেটের অর্থায়নের দর্শনায় তুলা চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনা পুরাতন বাজারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। তুলা উন্নয়ন বোর্ড (চুয়াডাঙ্গা জোন) এর কটন ইউনিট অফিসের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ সেন দেবাশীষ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক কুতুব উদ্দীন।
এসময় তিনি চাষীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশে যে পরিমাণ তুলা উৎপাদন হয় তা এদেশের চাহিদা মেটাতে পারে না। এজন্য বাইরের দেশ থেকে তুলা আমদানি করতে হয়। ফলে আমাদের দেশের টাকা বাইরের দেশে চলে যাচ্ছে। তাই বর্তমান সরকার তুলা চাষে চাষীদের আগ্রহ বাড়াতে অন্যান্য চাষের মতো তুলা চাষেও আধুনিক চাষ পদ্ধতি ও সরকারি প্রনোদোনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করছেন। যাতে করে আধুনিক তুলা চাষে অধিক লাভবান হওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
বিশেষ অতিথি ছিলেন তুলার গবেষনা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের প্রকল্প পরিচালক ড. এ কে. এম হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজিবনগর ইউনিটের কটন ইউনিট অফিসার আমজাদ হোসেন ও দর্শনা ইউনিট অফিসার মোক্তার হোসেন। অনুষ্ঠানে দর্শনা ইউনিটের প্রায় অর্ধশত তুলা চাষী উপস্থিত ছিলেন।
দর্শনায় তুলা চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত



