মেহেরপুরে ২২ শত মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মেহেরপুর অফিস
মেহেরপুরের আমঝুপিতে ৫০টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে কাজলা ও ছেউটিয়া নদীতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুমাইয়া জাহান ঝুরকা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, মেহেরপুর সদর উপজেলার কাজলা ও ছেউটিয়া নদীতে অভিযান চালিয়ে ৪৮ পিস চায়না দুয়াড়ী জাল এবং ২ পিস ভেসাল জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল ২ হাজার ২ শত মিটার, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। অভিযান পরিচালনা কালে এ সকল জালের কোন মালিকের সন্ধান মেলেনি। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুমাইয়া জাহান ঝুরকার নির্দেশে আমঝুপি ব্রীজের নিচে জব্দ করা সকল জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি ও আনসার সদস্যদের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসকল অবৈধ জাল পুড়িয়ে ধংস করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *