২০০৬ সালে আওয়ামী লীগ সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে নিহত ও আহতদের বিচারের দাবীতে দর্শনায় জামায়াতের সমাবেশ

দর্শনা অফিস

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে নিহত ও আহতদের বিচারের দাবীতে দর্শনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর দর্শনা রেলবাজারস্থ শহীদ শাহরিয়ার মুক্ত মঞ্চে দর্শনা থানা জামায়াতে ইসলামী আয়েজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মাওলানা আজিজুর রহমান। এসময় তিনি বলেন, সেদিনের প্রকাশ্য দিবালোকে আওয়ামীলীগ ও তার গুন্ডাদের লগি-বৈঠার তান্ডব আইয়ামে জাহেলিয়াতের সন্ত্রাসকেও হার মানিয়েছিল। জীবন্ত মানুষকে যে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তার শরীরের উপর নৃত্য করে সারা বিশে^র জাতিকে কলংকিত করা হয়েছিল। আমরা সেদিনের প্রতিশোধ এদেশে ইসলাম কায়েমের মাধ্যমে নিতে চাই। সে একজন খুনি, স্বৈরাচার, ফ্যাসিস্ট। সে মনে করেছিল ৪১ সাল পর্যন্ত কেউ তার গায়ে হাত দিতে পারবেনা। কিন্ত্র ছাত্রদের হাতে যে তার পতন হতে পারে কষ্মিনকালেও সে চিন্তা করেনি। ৫ই আগস্ট গণঅভুত্থানের পর আওয়ামীলীগ সরকারের আমলে যারা দলবাজি, স্বজনপ্রীতি ও দুর্নীতি ও আওয়ামীলীগার সাজতে গিয়েছিল তাদের অনেকেই আজ দেশ ছেড়ে পালিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সরকারে উচ্চপদস্থ আমলা, বায়তুল মোকাররম মসজিদের খতিব, ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত, রাজনীতিবিদ ও সাংবাদিক দুর্নীতিগ্রস্থ সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, ভুল করলে পরিনতি এ রকমই হবে। এসব অন্যায় অত্যাচার করে প্রকারন্তে আমাদের সহযোগীতা করেছে। তৎকালীন সরকার আমাদের হত্যাকারী, জঙ্গী এসব অপবাদ দিয়ে বিশে^ আমাদের পরিচয় বাড়িয়ে দিয়েছে। আওয়ায়ীলীগ অপপ্রচার করে আমাদের রাজনীতির মাঠে আগিয়ে দিয়েছে। আরেকটি পক্ষ আওয়ামী ফ্যাসিস্টদের কায়দায় আমাদের বিরোধিতা করে আগামীতে সরকারে যাবার পথ সুগম করে দিচ্ছে। আমাদের এই প্রচষ্টা সরকারে না পৌছানো পর্যন্ত চলবে ইনশাল্লাহ।

এসময় দর্শনা থানা শাখার আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামায়াতের চুয়াডাঙ্গা জেলা টিম সদস্য আব্দুর রউফ, সহকারী সেক্রেটারী ও সাবেক দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, জামায়াতের দর্শনা থানা সেক্রেটারী মাহবুবুর রহমান টুকু, পৌর আমীর ও সাবেক কমিশনার সাহিকুল আলম অপু, দর্শনা থানা শাখার সহকারী সেক্রেটারী সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম জাহিদ, ইসলামী ছাত্রশিবিরের দর্শনা থানা সভাপতি মোঃ লোকমান হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ও মোনাজাত পরিচালনা করেন মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু জার গিফারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *