দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত। 

দামুড়হুদা অফিস

দামুড়হুদায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার  বিকাল ৪ ঘটিকায়

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের  যৌথ আয়োজনে পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার ইউনিয়ন ভিত্তিক সমতা বজায় রেখে বিএডিসির দেওয়া সার বিক্রয় কেন্দ্রের সমন্বয় করে দেয়া হয়। 

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা

নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।কৃষকের স্বার্থে উপস্থিতি ডিলারদের উদ্দেশ্যে তিনি বলেন,সার নিয়ে কোন রকমের কারসাজি কিংবা কৃত্রিম সংকট তৈরি কিংবা তৈরীর আশ্রয় নিবেন না। যদি কেউ এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকেন আর তার অভিযোগ পাই তাহলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন,বিএডিসি সার ডিলারদের আজকের সভায় বিক্রয় কেন্দ্রের জন্য যে সকল স্থান নির্ধারণ নিয়ে  সমন্বয় করা হয়েছে,সে সেখানেই  সার বিক্রয় করবেন। পাশাপাশি কেউ যদি সরকারি এ আদেশ অমান্য করে সুপারিশ নিয়ে আসেন তার ডিলার বন্ধ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করব।

সভার সূচনা বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার উপস্থিত সার ডিলারদের উদ্দেশ্যে বলেন  বলেন, কোন ভাবেই সারের অপচয় ঘটানো যাবে না। কৃষকে যে চাষের জন্য যতটুকু প্রয়োজন সেই পরিমাণ সার কৃষককে দিতে হবে। উপজেলা কৃষি অফিস আপনাদের প্রতিটি বিক্রয় কেন্দ্রে একটি করে কোন ফসলে কতটুকু সার লাগবে তার চার্ট তৈরি  করে দিয়েছে। সেই অনুযায়ী কৃষককে বুঝিয়ে নিয়ম মাফিক সার বিক্রয় করতে হবে। আপনারা হয়তো অনেকে জানেন না,সরকার সার প্রচুর ভর্তুকি দিতে হয়।কোনভাবেই সার অতিরিক্ত মূল্যে খুচরা দোকানদারদের কাছে বিক্রয় করা যাবে না উল্লেখ করে তিনি আরও বলেন, অবৈধ পন্থা অবলম্বন করে কেউ যদি বেশি দিয়ে সার বিক্রয় করেন ,তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ্, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস,সহকারী মৎস কর্মকর্তা ফারুক মহলদার, উপ-সহকারী কৃর্ষি কর্মকর্তাবৃন্দ, উপজেলার ১২ টি বিসিআইসি সার ডিলার ও ২৮ টি বিএডিসি সার ডিলার মালিকগণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *