স্টাফ রিপোর্টার
যুগপৎ আন্দোলনের চলমান কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব।
সেখানে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করেন, এসময় হাসানুজ্জামান সজীব বক্তব্যে বলেন তফসিল ঘোষণার আগে গণভোটের আয়োজন, জুলাই সনদের আইনি ভিত্তিতে সাংবিধানিক আদেশ প্রদান, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, গণহত্যার বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও তাদের বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশে যে সংস্কারের সুযোগ তৈরি হয়েছিল, তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে সরকার। সংস্কারের নামে প্রণীত জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকায় এটি সংস্কার দলিল নয়, বরং দলীয় মতামতের প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে। এখনো সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ করা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়সংগত দাবি আদায়ে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে। যদি তাতেও সরকারের বোধোদয় না ঘটে, তাহলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোরতর হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি রুহুল আমীন সোহেল, মাওলানা জহুরুল ইসলাম, এনামুল কবীর জিপসী, সেক্রেটারি তুষার ইমরান সরকার, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মীর শফিউল ইসলাম, এবং ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।



