জীবননগরে শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

জীবননগর অফিস

জীবননগর শহরের শাপলা কলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত পূর্ণ প্যানেল জয় লাভ করে। অভিভাবকদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ। উক্ত নির্বাচনে বিএনপি সমর্থিত ও জামায়াত ইসলামি সমর্থিত দুটি প্যানেলে মোট ৮জন অভিভাবক সদস্য প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিলো ৪৯৭। ভোট পোল হয়েছে ৩৪০ ও পরিত্যাক্ত হয়েছে ১০ ভোট।

এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত আরিফুল ইসলাম পেয়েছে ২১৫ ভোট, আল হাসান আবু তালেব পেয়েছে ২৩৩ ভোট, জাহিদুল ইসলাম ২২৩ ও দেলোয়ার হোসেন মুকুল ১৯২ ভোট পেয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১০৮, ওবায়দুল হক ৯৩, মিজানুর রহমান ১১৭ ও হাফিজুর রহমান ১০৯ ভোট পেয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *