চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি

তরুণদের মানবিক নেতৃত্ব ও যুক্তিবোধ বিকাশে রেড ক্রিসেন্টে সিটির অনন্য উদ্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম যুব রেড ক্রিসেন্টের আয়োজনে এবং চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় গত শনিবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ-২০২৫’।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট দল অংশগ্রহণ করে। তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, যুক্তিবোধ ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যেই আয়োজনটি করা হয়, যা উপস্থিত সবাইয়ের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ।
প্রধান অতিথি বলেন, “রেড ক্রিসেন্ট কেবল মানবিক সেবার সংগঠন নয়, এটি তরুণ প্রজন্মকে যুক্তি, মানবিকতা ও নেতৃত্বের শিক্ষায় গড়ে তোলে। বিতর্কের মাধ্যমে যুব সমাজ তাদের চিন্তা, বক্তব্য ও মননকে ইতিবাচকভাবে বিকশিত করতে পারবে।”
যুব প্রধান আ ন ম তামজীদ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কার্যকরী পর্ষদ সদস্য মেঃ মেহেদি হাসান রায়হান, প্রাক্তন যুব প্রধান মোঃ শহীদুল ইসলাম, সিনিয়র যুব সদস্য আশরাফ মাসুদ, এ. এইচ. এম. ইরফান, বিভিন্ন ইউনিটের প্রতিনিধি, দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ও স্বেচ্ছাসেবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য।
বিদ্যালয় রেড ক্রিসেন্ট দল ক্যাটাগরিতে আলহাজ্ব ইয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে কলেজ রেড ক্রিসেন্ট দল ক্যাটাগরিতে ইস্পাহানি পাবলিক কলেজ দল চ্যাম্পিয়ন এবং ভয়েস ফর হোপ রানার্স আপ হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *