দর্শনা অফিস
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দর্শনায় জাকের পার্টির ও সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক সাংগঠনিক জনসভা ও র্যালি। গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনা শহীদ শাহরিয়ার মুক্ত মঞ্চে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সমাবেশে দলীয় নেতারা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। ‘৫ বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, সকল সহযোগী সংগঠন জিন্দাবাদ’ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। সভায় সভাপতিত্ব করেন দর্শনা থানা জাকের পার্টির সভাপতি নাজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে ছিলেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল লতিফ খান যুবরাজ।
বক্তব্যে তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাকের পার্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংগঠনের মূল শক্তি হলো ঐক্য, আদর্শ ও আল্লাহ ওলিদের নির্দেশনায় দেশ পরিচালনা করা। আসুন আমরা বিভক্ত না হয়ে একটি নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করি।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মজিবর রহমান, সহ-সভাপতি হারুন আর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার তানজির আহমেদ, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি রুস্তম আলী মল্লিক, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রফিক মালিতা, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান মানিক, কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু সাঈদ, মুফতি কামাল হোসেন আশেকী, জাকের পার্টির চুয়াডাঙ্গা জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক তফসির আহম্মদ, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি নজরুল ইসলাম, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি হালিম, চুয়াডাঙ্গা জেলা জাকের পার্টির মিডিয়া ফ্রন্টের সাধারণ সম্পাদক শামীম রেজা, তোয়াক্কেল খাঁ আব্দুল মজিদ, সাইদুর রহমান, ডা. শহীদুর রহমান, আজগার আলী, জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।



