বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জীবননগরে অসচ্ছল ২০ জন নারীদের হাতে সেলাই মেশিন উপহার

জীবননগর অফিস


বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জীবননগর উপজেলায় তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন করা ২০ জন অসচ্ছল ও পিছিয়ে পড়া নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
জীবননগর উপজেলার বসুন্ধরা শুভসংঘের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
বিশেষ অতিথি ছিলেন, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজান কবীর, জামায়াতে ইসলামী বাংলাদেশের জীবননগর উপজেলা আমীর মাও. সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজুর রহমান, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হাসানুজ্জামান, প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তারেক, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম, আছাদুর রহমান সুজন, পৌর বিএনপি নেতা সফিকুল ইসলাম খোকাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, শিক্ষক ও শুভসংঘের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কালের কণ্ঠের জীবননগর উপজেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘের জীবননগর উপজেলা কমিটির উপদেষ্টা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের মোয়াজ্জিন হাসানুজ্জামান হাসান। অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের অর্থায়ন ও ব্যবস্থাপনায় বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপি নারী উন্নয়ন, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্যে বাড়ি নির্মানসহ বিভিন্ন সেবামূলক যেসকল কাজ করে যাচ্ছে তার একটি চিত্রপট তুলে ধরেন।
তিনি আরো জানান, জীবননগর উপজেলায় কোন শিক্ষার্থী যদি শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশুনাসহ উচ্চতর ডিগ্রি অর্জনের জন্যে সহযোগিতা চান বসুন্ধরা শুভসংঘ থাকবে তাদের পাশে। বসুন্ধরা শুভসংঘের স্লোগানই হল শুভ কাজে সবার পাশে।
প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, বসুন্ধরা গ্রুপের মানবিক কার্যক্রমে বসুন্ধরা শুভসংঘের এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। জীবননগর উপজেলার ২০জন অসহায় নারী সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন উপহার পেয়েছে তারা এখন নতুন করে জীবন শুরু করতে পারবে, তারা এখন থেকে আর্থিকভাবে সচ্ছল হতে পারবে এবং নিজেদের মর্যাদা নিজেরা অর্জন করতে পারবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন বিশ্বাস বলেন, বসুন্ধরা গ্রুপের দেশব্যাপি এমন মানবিক কার্যক্রম দেশের প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। আমি সাধুবাদ জানাই। সামনে উপবিষ্ট জীবননগর উপজেলার ২০জন অসচ্ছল নারীরা প্রশিক্ষণ পেয়েছে একটি করে সেলাই মেশিন উপহার পাচ্ছে তাদের সহাস্য মুখগুলো আমাকে আপ্লুুত করছে।
জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী বলেন, এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদানের মাধ্যমে জীবননগরের নারীরা ঘরে বসেই উপার্জনের সুযোগ পাবেন, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। পৌর বিএনপির সভাপতি জনাব শাহজান কবীর বলেন, বসুন্ধরা গ্রুপ শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি মানবিক সংগঠন হিসেবে দেশব্যাপী দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে আমি তাদের মঙ্গল কামনা করছি।
উপজেলা জামায়াতের আমীর মাও. সাজেদুর রহমান বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে থাকবে বলে আশা করি আল্লাহ তাদেও নেক কাজের সহায় হোক।
চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্সের পরিচালক তাজুল ইসলাম বলেন, শুভসংঘের এমন মহতী উদ্যোগের পাশে আমরাও থাকবো। শুভসংঘর যেনো প্রতিবছর আমাদের এই অবহেলিত জনপদের কথা মনে রেখে বিভিন্ন কার্যক্রম নিয়ে আসেন। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা বলেন, এই সুযোগ আমাদের জীবনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এখন আমরা নিজের হাতে উপার্জন করার পথ পেলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *