আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ২জন গ্রেফতার

আলমডাঙ্গা অফিস


বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমদে অয়ন এর নেতৃত্বে এসআই এসএম নিয়ামুল হক সংগীয় ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা কালে গতকাল ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রুহুল আমিন (৪৫) কে তার বসত বাড়ী হতে ০২ টি এয়ারগান, ০১টি রাইফেলের স্কোপ, ০১টি রামদা (ছোরা সদৃশ) সহ গ্রেফতার করে। এবং নওদাবন্ডবিল গ্রামের ঠান্ডু রহমানের ছেলে তারফি হাসান(৩২) কে তার বসত বাড়ী হতে ০১টি রামদা, ০১টি ছোরা, ০১টি স্টেইনলেস স্টিলের চাপাতি, ০১টি কালো রং এর বিভো স্মার্ট ফোনসহ গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *