দামুড়হুদায় অটোমেটেড ভূমি সেবা ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পেইনের উদ্বোধন

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ও পারকেষ্টপুর-মদনা ইউনিয়নে পৃথকভাবে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত দুইদিন ব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট কে এইচ তাসফিকুর রহমানের সভাপতিত্বে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও দুপুর ১২ টার দিকে ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে বেলুন উড়িয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধন পরবর্তী সময়ে সরাসরি এসিল্যান্ডের নিকট থেকে হাতে-কলমে পরামর্শ ও সেবা পেয়ে খুশি একাধিক জমির মালিকসহ সেবা গ্রহীতারা।
জমি সংক্রান্ত বিষয়ে কম-বেশি ভোগান্তি রয়েছেন এটি সত্য উল্লেখ করে তিনি বলেন, ভূমিতে দুর্নীতি দূর করতে ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলে আন্তরিকতার সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ বিরোধের মূল উৎসই ভূমিকে কেন্দ্র করে, সেজন্য ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করার মাধ্যমে এই সমস্যাগুলোকে কমিয়ে আনা হবে। এ লক্ষ্যে, অটোমেটেড ভূমি সেবা সিস্টেম শতভাগ চালু হলে সহজেই ভূমি সেবা পাবেন সকল জমির মালিকগণ। এসময় তিনি উপস্থিত ভূমি মালিকদের মাঝে ভূমি সেবার আধুনিকরণ, জমির মালিকদের তথ্যের সঠিক সংরক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে দ্রুত সেবা প্রদানের ওপর আলোচনা করেন।
জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের অধীনস্ত ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও দামুড়হুদা উপজেলা ভুমি কার্যালয়, ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও পারকেষ্টপুর-মদনা ইউনিয়নের ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন ভূমি সরকারী কর্মকর্তা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় (২৩-২৪) অক্টোবর এই দুইদিন ব্যাপী ক্যাম্পের উদ্বোধনে করে।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ, দর্শনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাদ আহমেদ, দামুড়হুদা সহকারি ভূমি কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক সোহেল রানা, সার্ভেয়ার সুজন মোল্লা, প্রকল্প সমন্বয়ক জামাল উদ্দিন, ইউএনডিপি’র সদস্য, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিসহ শত শত সেবা গ্রহীতা ও সাংবাদিক বৃন্দ।
ক্যাম্পেইনে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠিত ক্যাম্পেইনের মধ্য দিয়ে উপজেলার ভূমি মালিকদের স্ব-স্ব ইউনিয়নে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ, তাদের নিজের নামে প্রোফাইল তৈরি করা, জাতীয় পরিচয় পত্র ও ভূমি মালিকদের নিজস্ব মোবাইল নাম্বার সংযুক্ত করা সহ ভূমি বিষয়ে পরামর্শ পাবে। এক্ষেত্রে একজন ভুমি মালিক তথা গ্রাহকদের উল্লিখিত সেবা গ্রহণের জন্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র (এন আই ডি) নিজের ব্যবহৃত সচল মোবাইল নাম্বার ও নামজারি পর্চা সঙ্গে আনতে হবে।
একই সাথে কর্মকর্তারা আরও জানিয়েছেন, উপজেলার বাকি ইউনিয়নগুলোতে ক্যাম্পেইনের দিন তারিখ পরবর্তীতে ভূমি মালিক ও সেবা গ্রহীতাদেরকে জানিয়ে দেয়া হবেন।
অনুষ্ঠিত ক্যাম্পেইন চলাকালীন সময়ে একাধিক সেবা গ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়, এখানে এসে সরাসরি ভূমি কর্মকর্তার নিকট থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেলাম, যা সত্যি আনন্দের। এখানে এসে একজন প্রকৃত জমির মালিক কিভাবে নিজের এবং নিজেদের জমিকে সুরক্ষিত রাখতে পারেন তা জানতে পেরেছি। অনুষ্ঠিত ক্যাম্পেইনে আসলে আমাদের মত অনেক জমির মালিক উপকৃত হবেন বলে বিশ্বাস করি।এ ধরনের ভূমি সেবার মাধ্যমে সকল জমির মালিকগণ আগামীতে বিভিন্ন কারণে ভূমি সংক্রান্ত হয়রানি থেকে রেহাই পাবেন বলেও আশা ব্যক্ত করেন সকলে।
উল্লেখিত, উদ্যোগের মধ্য দিয়ে আগামীতে ভূমি সেবা ব্যবস্থাপনার স্বচ্ছতা, দক্ষতা ও জনসেবার মান উন্নয়ন হবেন বলে আশা প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানান উপস্থিত অতিথিবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *