স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করা হয়েছে। গত বুধবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করে। এদের মধ্যে ৫ জন নারী, ১ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। এছাড়া অপর একটি অভিযানে নেশা জাতীয় ২০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।
৫৮ -বিজিবি জানায়, গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে যাদবপুর বিওপি’র সীমান্ত পিলার-৪৭/৪ এস হতে এর নিকট অভিযান চালিয়ে আসামীবিহীন ২০ বোতল ভারতীয় সিরাপ (মাদক) উদ্ধার করা হয়।
অপরদিকে বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাঘাডাংঘা বিওপি’র সীমান্ত-৬০/৩১-আর হতে এর কাছে হুদাপাড়া গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রেবেশের চেষ্টাকালে ৪ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদে মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন শিশু।
এদিকে একইদিন বেলা ৩ টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত-৬০/১০৫ আর এর নিকট খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৪ জন (নারী) বাংলাদেশী নাগরিক আটক করা হয়। আটককৃতদের জাস্টিস এন্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।



