কেডিকে প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে কেডিকে ইউনিয়নের স্থানীয় একটি মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার মাস্টার, সহ-সভাপতি বজলুর রহমান টুটু, সাধারণ সম্পাদক রাফিউল আলিম, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানসহ ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ। এছাড়া সভায় ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু খান একজন নিবেদিত প্রাণ নেতা। তিনি দলের স্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লায় গিয়ে জনগণের ভোট আদায় করতে হবে। দলীয় ঐক্যের মাধ্যমেই বিজয় সম্ভব।

সভায় জানানো হয় যে, আগামী ৩১ অক্টোবর ২০২৫ জীবননগর উপজেলা বিএনপির এক কর্মীসভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কান্ডারী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান বাবু খান।
সমাপনী বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার মাস্টার বলেন, প্রত্যেক ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী নিয়ে জীবননগর আখ সেন্টারের মাঠের সভায় যোগ দিতে হবে। বাবু ভাই আমাদের সুখ-দুঃখের সাথী। তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাইকে মাঠে নামতে হবে। সভা শেষে উপস্থিত নেতারা সকলের সুস্বাস্থ্য ও দলীয় সাফল্য কামনা করেন।



